“একটি শোক সংবাদ”লক্ষ্মীপুরের রামগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক তপন বকসি পরপারে

 

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অভয় পাটোয়ারী বাড়ির বিশিষ্ট সমাজ সেবক, রামগঞ্জ সোনাপুরের কুমার ফার্মেসীর স্বত্বাধিকারী,ডাঃ তপন বকসি ৮ মে ২০২১ ইং রোজ শনিবার বার সকাল ১০টা ২৫ মিনিটে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে পরপাড়ে গমন করেন। (দিব্যাং লোকান স্বচ্ছ তু)। মৃত্যু কালে তিনি এক পুত্র, দুই কন্যা, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরো শোক প্রকাশ করেন, রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সমর দাস ও রামগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ভবতোষ মজুমদার গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *