ভিবি নিউজ ডেস্ক: আসছে ২৬ ডিসেম্বর ২০২১ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর কর্তৃক আয়োজিত প্রিজাইডিং অফিসারগণের ব্রিফিং অনুষ্ঠানে ২০ ডিসেম্বর ২০২১ ইং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোছাইন আকন্দ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান , মো: দুলাল তালুকদার, আঞ্চলিক নির্বাচন অফিসার, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। মুহাম্মদ নাজিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুর।