ভিবি নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেছেন, আপনার সন্তান শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে অগ্রনী ভূমিকা রাখবে কোনোভাবে আপনার আদরের সন্তানটি যেনো মাদক-সন্ত্রাস চোরা-কারবারির সাথে জড়িয়ে না পড়ে সেদিক লক্ষ্যে রাখেত হবে বলে মন্তব্য করেন।
শনিবার ৮ মে দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ আরো বলেন, জেলার প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন সঠিক ভাবে করা হচ্ছে কিনা বা কোনো ইউনিয়নে যদি অনিয়মের কোন রকম সত্যতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবদুস সহিদের সভাপিত্বে ও সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় নগদ অর্থ বিতরন কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মাসুম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুকবুল আহমেদ,আওয়ামীলীগ নেতা মুরাদ, প্রফেসর আবুল বাসার,আলমগীর হোসেন রকি সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ ।
প্রকাশ থাকে যে উক্ত ইউনিয়নে দুূই দফায় ১১৭৩ জনের মাঝে ৫ লক্ষ ৪০ হাজার টাকা নগদ অর্থ বিতরন করা হয় বলে জানা যায়।