ভিবি নিউজ ডেস্কঃ মহান ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময়ে পুলিশ সুপার ড এএইচ এম কামারুজ্জামান বলেন
আমরা শ্রদ্ধাভরে স্বরন করি সে সকল ভাষা শহীদদের, যারা ১৯৫২ সনের এই দিনে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি মাতৃভাষা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়। এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব স্পিনা রানী প্রামাণিক, ডিআইও-১ জনাব মোঃ ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা জনাব এ কে এম আজিজুর রহমান, অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা জনাব মোঃ জসিম উদ্দিন, আর আই পুলিশ লাইন্স জনাব মোঃ নুরুল ইসলাম সহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয় বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।