সাংবাদিক নির্যাতন বন্ধ করতে সংঘবদ্ধ হও,
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খাঁন
ভিবি নিউজ ডেস্ক : সাংবাদিক নির্যাতন বন্ধ করতে সংঘবদ্ধ হও এ লক্ষ্যে আজ ১১ অক্টোবর বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খাঁন মহোদয় বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলাধীন উপজেলা শাখা গুলোর টেকসই সাংগঠনিক উন্নয়নে দিনব্যাপী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময়ে পাশে ছিলেন ঝিনাইদহ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন মাহমুদসহ জেলা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এই বিষয়ে ঝিনাইদহ সহ দেশব্যাপী উপজেলা গুলোতে সম্মেলনের মাধ্যমে টেকসই সংগঠন গড়তে প্রতিটি উপজেলা শাখা গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্দেশ প্রদান করেন। কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের উপস্থিতিতে আজ ১১ অক্টোবর-২০২৫, ঝিনাইদহ জেলাধীন ৬ টি উপজেলা শাখার প্রস্তাবিত কমিটি গঠন ও নিজ নিজ উপজেলায় উপজেলা শাখা গুলোর পৃথক পৃথক সম্মেলনের তারিখ ঘোষণার মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান বাস্তবায়ন করেন ঝিনাইদহ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন মাহমুদ। দিনব্যাপী অনুষ্ঠানটি উপস্হাপনা করেন সাধারণ সম্পাদক সাকিবুল হাসান লাবু ও বিথী ।
জানা যায় এসময়ে জেলা কমিটির সকল দায়িত্ববান ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।






