ঢাকাThursday , 25 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    চররুহিতায় জরাজীর্ণ মন্দির ও রাস্তার বেহাল অবস্থা জেলাপ্রশাসকের দৃষ্টি আকর্ষণ

    admin
    September 25, 2025 5:12 pm । ১৫৪ জন
    Link Copied!

    চররুহিতায় জরাজীর্ণ মন্দির ও রাস্তার বেহাল অবস্থা জেলাপ্রশাসকের দৃষ্টি আকর্ষণ

    মো: হোসেন চৌধুরী(ভিবি নিউজ)-
    লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নে ৪ নং ওয়াডে অবস্থিত “শ্রী শ্রী রাধা মাদব সেবা শ্রম ” মন্দিরে দীর্ঘদিন যাবৎ শারদীয় দূর্গাপূজা সহ বার মাসে তের পাবন অনুষ্ঠিত হয়ে আসছে কিন্তু অতিব দুঃখের বিষয় হচ্ছে এই মন্দিরটি দীর্ঘদিন সংস্কার না করায় মন্দিরটি জরাজীর্ণ অবস্থা এবং মন্দিরে আসার রাস্তারও বেহাল অবস্থা সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।

    চররুহিতা ইউনিয়নে এ মন্দিরের পূজা পূর্ব প্রস্তুতি পরিদর্শনে গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং আসেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদ আলম রানা। তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি, প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণ করেন, সিসি ক্যামেরা সহ বিভিন্ন পরিস্থিতির বিষয়ে মন্দির পরিচালনা কমিটি , পুজা উদযাপন কমিটি , এলাকার স্থানীয় রাজনৈতিক, সামাজিক, নেতৃবৃন্দের উপস্থিতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।
    জানা যায় গত ২০০৪ ইং সালে চররুহিতা ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ হোসেন চৌধুরীর সহযোগিতায় চররুহিতা সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে খঞ্চিরাম মাঝি বাড়ির সম্মুখে মন্দির টি স্থাপিত হয়, এলাকাবাসি হিন্দু মুসলিম সকলের সহযোগিতায় ধিরে ধিরে মন্দির টি প্রতিষ্ঠিত হয়, দূর্গাপূজা সহ নাম কীর্তন শুনতে, পূজা দিতে রথ যাত্রা জুলন যাত্রা এবং প্রতি বছর কাত্তিক মাসে মাসব্যাপি ধর্মীয় বিষয়ে আলোচনা আসরে দুর.. দুরান্ত থেকে অতিথিরা আসেন, মন্দিরের সভাপতি চিন্ময় দাশ বলেন এই মন্দিরটি চররুহিতার একমাত্র মন্দির এখানের বেশির ভাগ মানুষ গরিব, অসচ্ছলতার কারনে মন্দিরটি এখনো আশানুরূপ প্রতিষ্ঠিত হয়নি।মন্দিরটির উপরে টিন সেট, গেট বিহিন এখানে অনেক অতিথির আগমনে আমরা তেমন আপ্যায়নের ব্যাবস্থা নিতে পারছিনা, সব শ্রেণির পেশার লোকজন বিভিন্ন পাবনে উপস্থিত হয় কিন্তু রাস্তার বেহাল অবস্থা হওয়ায় দর্শণার্থিরা মন্দির পর্যন্ত পৌছতে কষ্ট হয় তসই এই রাস্তাটি পুজার পুর্বে সংস্কার করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী । মন্দির কমিটির সাধারন সম্পাদক রেন্টু চন্দ্র হাওলাদার বলেন, আমাদের এই মন্দিরে যত বার পূজা, কির্তন অনুষ্ঠান হয়েছে ততবার আমরা স্থানীয়, রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহোযোগিতা পেয়েছি, এই ইউনিয়নে কেউ কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি আমরা হিন্দু সম্প্রদায় এখানে বর্তমানে সকলের সাথে মিলেমিশে ভালো আছি, তবে আমাদের প্রনের দাবি এই মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আন্তরিক সহয়তা কামনা করি। তিনি আরো বলেন আসছে ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ২ অক্টোবর ২০২৫ ইং তারিখ পর্যন্ত শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনে সকলের নিমন্ত্রণ জানান তিনি।