লক্ষ্মীপুরে ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা।
ভিবি নিউজ ডেস্ক –
লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৬/০৮/২০২৫ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ।
অভিযানে দেখা যায়, স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স গোপাল কৃষ্ণ বণিক এর গোডাউনে লেভেলে মিথ্যা তথ্য সম্বলিত ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শান্তি বণিককে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী ও নিরাপদ খাদ্য পরিদর্শক (লক্ষ্মীপুর সদর) তাজুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






