শোক সংবাদ -শিক্ষক শশিভূষণ নাথ পরপারে
ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ার সভাপতি, দালাল বাজার নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট ব্যাবসায়ী বাবু শশিভূষণ নাথ ১৪ এপ্রিল ২০২৫ইং রাত আনুমানিক ২টায় অসুস্থতা জনিত কারণে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী গভির শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে দালাল বাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু শিউ আখড়া কমিটির পক্ষথেকে উনার আত্মার শান্তি কামনা করা হয়।