লক্ষ্মীপুর বর্ষবরন আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসন কর্তৃক উদযাপন
বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন।
ভিবি নিউজ ডেস্ক –
নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল ১৩ এপ্রিল ২০২৫ তারিখে চৈত্র সংক্রান্তি-১৪৩১ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আজ ১৪ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ৮ ঘটিকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। এরপর নববর্ষ-১৪৩২ উপলক্ষে ঐতিহ্যবাহী লোকজ মেলার উদ্বোধন, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশ করেন জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন মহোদয়, ডিডি এলজি জসিম উদ্দিন সহ জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আগত অতিথিরা উপস্থিত ছিলেন।