লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় সমূহে লাইব্রেরি কর্ণার স্থাপনের উদ্যোগ গ্রহণ
ভিবি নিউজ ডেস্ক –
লক্ষ্মীপুর জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয় সমূহে লাইব্রেরি কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ০৮ আগস্ট ২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘লক্ষ্মীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরি কর্নার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আয়োজিত এই অনুষ্ঠানে একযোগে ২৯২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০৫ টি করে বই প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপার আকতার হোসেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাগণ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীগণ।






