ঢাকাThursday , 10 July 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    রায়পুরের কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এসএসসি পাসের হার ৯৯’৬২ %

    admin
    July 10, 2025 10:23 am । ২২৬ জন
    Link Copied!

    রায়পুরের কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এসএসসি পাসের হার ৯৯’৬২ %

    ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যায় এসএসসি ২০২৫ ফলাফলে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের মোট শিক্ষার্থী ২৬২ জন তার মধ্যে পাশ করেছে ২৬১ জন। পাশের হার ৯৯’৬২%
    ভোকেশনাল শাখা পরীক্ষার্থী: ৫৭,
    মোট পাশ: ৫৭
    পাশের হার ১০০%
    জিপিএ ৫ : ৫ জন।
    কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক মন্ডলীকে অভিনন্দন জানিয়েছেন ভিবি নিউজ অনলাইন পত্রিকার প্রকাশক এবং সম্পাদক ভি বি রায় চৌধুরী।