লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে ১৯ জুন বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলাপ্রশাসক
ভিবি নিউজ ডেস্ক – ১৯ জুন ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার, লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি দালাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে শিশুশিক্ষা সামগ্রী বিতরণ করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি দালাল বাজার ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে সংশ্লিষ্ট সেবাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদ আলম রানা ও সদর উপজেলা কমিশনার (ভূমী) অভি দাস, দালাল বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিক সহ প্রমূখ।






