ঢাকাSaturday , 29 March 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে  সড়ক দুর্ঘটনায় মা ও শিশু পুত্রের মৃত্যু

    admin
    March 29, 2025 8:11 am । ৬১ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে  সড়ক দুর্ঘটনায় মা ও শিশু পুত্রের মৃত্যু

    ভিবি নিউজ ডেস্ক –
    লক্ষ্মীপুরে দুই যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাতে থাকা যাত্রী জুথি বেগম (২২) ও তার দেড় বছরের সন্তান শিহাবের করুন মৃত্যু হয়।  আহত হয় জুথির স্বামী শরীফ, ভাগিনা রাজা (২২) ও অটোরিকশা চালক। চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
    জানা যায় শুক্রবার দিবাগত রাত দেড়টার  দিকে লক্ষ্মীপুর টু ভোলা বরিশাল রুটের কাচারি বাড়ি নামকস্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ জুথি ও শিশু শিহাব সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও ছেলে।
    পরিবার সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ গৃহবধূ জুথির বুক ব্যথা অনুভব হয়। তাৎক্ষণিকভাবে তার স্বামী শরীফ একটি অটোরিকশা নিয়ে স্ত্রী জুথি, ছেলে শিহাব ও তার ভাগিনা রাজাকে নিয়ে সদর হাসপাতালে দিকে রওনা দিচ্ছেন। কাচারি বাড়ি নামক স্থানে পৌঁছলে মজু চৌধুরী ফেরি ঘাট এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহী পরিবহন অপর যাত্রীবাহী বাস জোনাকি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয় শাহী পরিবহন। যার ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হয় মা-ছেলে। আহত হয় অটোরিকশার চালকসহ ৩জন। শাহী পরিবহন আটক রয়েছে। কুয়েত প্রবাসী শরীফ পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ১০/১৫দিন দিন আগে দেশে আসেন।

    শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
    ওসি জানান, সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বাস আটক করা রয়েছে।