ঢাকাWednesday , 19 March 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর জেলা খাদ্য গুদামে টিসিবির ট্রাকসেলে সরকারি মালামাল অবৈধভাবে বিক্রি ১টি পিকআপ ও ১টি অটোরিক্সা আটক করা

    admin
    March 19, 2025 3:37 pm । ৪২ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর জেলা খাদ্য গুদামে টিসিবির ট্রাকসেলে সরকারি মালামাল অবৈধভাবে বিক্রি ১টি পিকআপ ও ১টি অটোরিক্সা আটক করা

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলা খাদ্য গুদামে টিসিবির সরকারি পন্য অবৈধভাবে বিক্রি করার সময়ে জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্তৃক আটক করে জেলাপ্রশাসকের নিকট জানালে তৎক্ষনাত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।
    জানা যায় ১৯ মার্চ ২০২৫ ইং তারিখে ১’১৫ মিনিট থেকে ২’৩০ মিনিট পর্যন্ত লক্ষ্মীপুর শহরস্থ ঝুমুর সংলগ্ন জেলা খাদ্য গুদামে টিসিবির ট্রাকসেলের সরকারি মালামাল (প্রতি ডিও কার্ডে ২ লি. সয়াবিন তেল, ১ কেজি চিনি,১ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল) অবৈধভাবে বিক্রি করার সময় জেলা এনএসআই, লক্ষ্মীপুর কর্তৃক জামশেদ আলম রানা, ইউএনও, লক্ষ্মীপুর সদর উপজেলা এবং অভি দাস, সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে ০১টি পিকআপ ও ০১টি অটোরিক্সা আটক করা হয়।

    লক্ষ্মীপুর জেলা খাদ্য গুদামে টিসিবির ট্রাকসেলের মালামাল সরবরাহ করার সময় টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদ ও লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে নির্দিষ্ট এলাকায় ট্রাকসেলের মালামাল বিক্রয় না করে অবৈধভাবে বর্ণিত খাদ্য গুদাম প্রাঙ্গণে ডিলারের মনোনীত ব্যবসায়ীদের বিক্রয় করা হচ্ছিল। এসময় সরবরাহকৃত ১টি ট্রাকের ৪০০ টি ডিও কার্ডের খাদ্যপণ্যের মধ্যে ১৮৪ ডিও কার্ডের খাদ্যপণ্য অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে স্থানীয় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের বিক্রয় করা হয় এবং অপর ট্রাকের ৪০০টি ডিও কার্ডের মধ্যে ৫০ টি ডিও কার্ডের পণ্য ডিসি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারী পৃথকভাবে সরিয়ে রাখা হয়।

    উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ডিলার রাশমুন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. এমরান হোসেনকে ১৮৪টি ডিও কার্ডের মূল্য বাবদ ৮৮০৪৪ টাকা জরিমানা করা হবে মর্মে জানা যায় এবং তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার জন্য এই নিউজ করা পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের এপ্রতিবেদক জানান।
    উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলায় কর্মরত টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদকে উক্ত অনিয়মের প্রেক্ষিতে ক্লোজড করা হয়েছে।