ঢাকাThursday , 13 March 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর সদর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযান ৭ দালাল আটক

    admin
    March 13, 2025 10:38 am । ২১২ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর সদর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযান
    ৭ দালাল আটক

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর হাসপাতালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে, তারা হলেন -১। মোহাম্মদ ফেরদৌস, ২। মো. দুলাল,৩।  মাহবুবুল আলম লিটন, ৪। রোজিনা আক্তার,৫।  নাজমা আক্তার, ৬। কবির হোসেন ও ৭।  মো. সোহেল।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

    আটক ফেরদৌস লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে, দুলাল লামচরী এলাকার মো. সিরাজের ছেলে, লিটন রায়পুরের চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে, রোজিনা চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী, নাজমা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী, কবির লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আবুল হোসেনের ছেলে ও সোহেল সদর উপজেলার খিলবাইছা গ্রামের নান্টু মিয়ার ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা আর্থিকভাবে লাভবান হয়। বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায়। এতে ৭ দালালকে আটক করা হয়।

    সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতাল দালালের আখড়া। আমরা এ অভিযানকে সাধুবাদ জানাই। মাঝে মাঝে এ ধরনের অভিযান করা প্রয়োজন।

    এই বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আর এমও অরুপ পাল আমাদের এপ্রতিবেদক বলেন আমি  বিভিন্ন সময়ে প্রশাসনের  দৃষ্টি আকর্ষণ করেছি দালাল মুক্ত পরিবেশে যেন রোগীদের পাশে দাড়িয়ে যথাযথ চিকিৎসা সেবা দিতে পারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকগণ। আজ ১৩ মার্চ যৌথ বাহিনী ও ছাত্র জনতা যে ভাবে দালাল চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসেছেন তরজন্য আমি সকলকে সাধুবাদ জানাই।

    লক্ষ্মীপুর সদর মডেল থানা পরিদর্শক  (ওসি) আব্দুল মোন্নাফ ভিবি নিউজ কে বলেন, সদর হাসপাতালে আটক দালালদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫১ ধারায় কোর্টে সোপর্দ করা হয়েছে।