ঢাকাMonday , 3 March 2025

মোটরসাইকেল চুরির অভিযোগে আসামি কর্তৃক বাদীকে মারধর, আদালতে মামলা

admin
March 3, 2025 5:03 am । ১৬৭ জন
Link Copied!

মোটরসাইকেল চুরির অভিযোগে আসামি কর্তৃক বাদীকে মারধর, আদালতে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি –
লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর বলায় চুরি হওয়া গাড়ির মালিক মো. স্বপন হোসেনকে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মেরে বেধম মারধর করার অভিযোগ শাহিন আলমের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. স্বপন হোসেন সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড় পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সফি উল্যা ব্যাপারী বাড়ির মৃত সফি উল্যা ব্যাপারীর ছেলে। অন্যদিকে অভিযুক্ত শাহিন আলম একই ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড়ের নুরু ড্রাইভার বাড়ির মোবারক হোসেনের ছেলে। ( ৩ মার্চ) শনিবার রাতে দালাল বাজার কালি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানা যায়, গত পহেলা ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার সময় স্বপনের নিজ ঘরের তালা ভেংঙ্গে পালসার ১৫০ সিসি নামের ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি না পেয়ে গত পহেলা ফেব্রুয়ারি সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে চুরির আলামত হিসেবে একটি শাবাল পাওয়া যায়, পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানানো হলে তারা সিসি টিভির ফুটেজসহ শাবালটি আইয়ুব আলী মিয়ার শাবলটি বাদীর বসত ঘরের সামনে এবং ভাঙ্গা তালা আইয়ুব আলীর ঘরের সামনে পাওয়া যায়। সিসি টিভি ফুটেজ দেখে স্থানীয় মোবারক হোসেনের ছেলে শাহিন আলন, মো. রুবেল হোসেনের ছেলে আহাদ, মো. হানিফের ছেলে মো. অপিকে সন্দেহ করে সনাক্ত করেন। পরে উভয়পক্ষকে ২ মার্চ রাতে থানায় তলব করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বপনকে ফোনে খুঁজে বের করে শাহিন আলম তার সাঙ্গপাঙ্গ আহাদ, মো. অপি, খোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন, তাহেরের ছেলে রায়হান, মাসুদের ছেলে সাদি এলোপাথাড়ি হামলা করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। যাহার রেজি: নং ১৪৮০/২৫ তারিখ- ১/৩/২০২৫ইং। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে হামলাকারিদের আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আদালতে ২ মার্চ ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪৫৭, ৩৮০, ৩৮৫, ৫০৬এর ২ ধারা মোতাবেক মামলা ধায়ের করেন।।
এ বিষয়ে অভিযুক্ত শাহিন আলম বলেন, আমি স্বপনের কাছে মোটরসাইকেল বিক্রি বাবৎ ৫ হাজার টাকা পাওনা আছি, সে টাকা চাইতে গেলে তিনি আমাকে মারধর করে। আমি মোটরসাইকেল চুরিও করিনি, চাঁদাও দাবী করিনি! সব মিথ্যা সাজানো।