মো: হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন এর নবীগঞ্জ ৬ষ্ট তম টি টুয়েন্টি হুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ২০ তম খেলার ৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে চলমানখেলায় অংশ গ্রহন করেন হামিদ উল্যা ভুঁইয়া বাড়ি একাদশ বনাম ইলেভেন স্টার সিনিয়র একাদশ। খেলা অনুষ্ঠিত হয় সকাল ৯ ঘটিকায় । খেলায় টচে বেটিং পেয়ে হামিদ উল্লা ভুঁইয়া বাড়ি একাদশ ইলেভেন সিনিয়র একাদশ কে বেটিং করার আমন্ত্রণ জানালে, ইলেভেন স্টার সিনিয়র বেটিং করে, ইলেভেন স্টার সিনিয়র একাদশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে হামিদ উল্লা ভুঁইয়া বাড়ি একাদশ কে ১৪৬ রানের টার্গেটে করে দেন।বেটিং করার আমন্ত্রণ জানায়, হামিদ উল্লা ভুঁইয়া বাড়ি একাদশকে, ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান ছিনিয়ে জিতে নেয় আজকের ম্যাচে হামিদ উল্লা ভুঁইয়া বাড়ি একাদশ ।খেলাটি অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন নবীগঞ্জ বাজার সংলগ্ন বিন্দার খাল বিলে।আজকের খেলায় প্রতিদিনের মতো পরি চালনায় ছিলেন তমিজউদ্দীন চৌধুরী ইউনিয়ন বি এনপির সহসভাপতি এবং থানা বিএনপির যুগ্নসম্পাদক, বাজার কমিটির সভাপতি,
তিনি বলেন চররুহিতা ইউনিয়ন থেকে মাদক,নেশা,ইভটেজিং এর হাত থেকে তরুন ও যুব সমাজকে রক্ষা করার লক্ষে আমাদের এই আয়োজন, আমরা আমাদের এই তরুন সমাজের মাঝে অনেক প্রতিভা খুজে পাচ্ছি, একে অপরের সাথে যে প্রতিদ্বন্দ্বীতা দেখিয়ে যাচ্ছে এতে খেলোয়াড় হয়ে গড়ে উঠছে তরুন প্রজন্ম, এদের মধ্যে তৈরি হচ্ছে উৎসাহ উদ্দীপনা , এলাকার এবং আমাদের হামিদ উল্যা ভুঁইয়া বাড়ি সহ বয়জেষ্ঠ ও মুরুব্বি গন্য মান্য বিভিন্ন শ্রেনী পেশার সকলের সাপোর্ট সহায়তা পাচ্ছি, এই খেলা প্রমান করে, প্রতিদ্বন্দ্বী তা এই খেলা প্রমান করে চররুহিতা ইউনিয়ন বাসি খারাপ কাজকে ঘৃনা করে, যত প্রতিদ্বন্দ্বী গড়ে উঠবে ততো বেশি খেলোয়াড় এর জন্ম হবে। খেলাপ্রেমিক ও আনন্দে উল্লাসে মুখোরিত চররুহিতা বাসি তার জন্য স্বাগত জানায়, আয়োজকরা খেলা দেখার জন্য সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানায়, তারা বলেন- আসুন, খেলা দেখুন, আজকের এই খেলা গুলো বাঘ সিংহের খেলা, আপনার সন্তান কে খেলোয়াড় হয়ে গড়ে উঠার উৎসাহ দিন সহয়তা করন, হয়তেো ভবিষ্যতে আপনার সন্তান এখান থেকেই গড়ে উতে পারে একজন জাতিয় অথবা আন্তর্জাতিক খেলোয়ার হয়ে।এছাড়া উপস্থিত ছিলেন মাইন উদ্দিন মাইনা, সাবেক জাতিয় ফুটবলার,শাহিন কাদের চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ডাচ্ বাংলা
এ্যাজেন্ট ব্যাংক এর পরিচালক,টিম ম্যানেজার জসিম উদ্দিন, চররুহিতা ইউনিয়ন এর প্রতিষ্ঠতা চেয়ারম্যান সফিক উদ্দিন চৌধুরীর কনিষ্ঠ পুত্র মোর্শেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি আজম চৌধুরী, বিএনপির এর নেতা রাসেল ভুঁইয়া, সৌরভ হোসেন চৌধুরী সহ প্রমুখ। সকল খেলা প্রেমিকদের এই টুর্নামেন্টের আয়োজকরা আগামী দিনে খেলায় অংশ গ্রহন ও উপভোগ করার জন্য এলাকা এবং এলাকার বাহিরের সর্বস্তরের জনগণকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।






