ঢাকাSunday , 2 February 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে অস্বচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    admin
    February 2, 2025 5:31 pm । ২৩৫ জন
    Link Copied!

     

    স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর পৌর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের হল রুমে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্ণীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্ণীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: সালেহ্ উদ্দিন।

    পৌর কর্তৃপক্ষ জানায়, হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হবে। এছাড়াও যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।