লক্ষ্মীপুরে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার
ভিবি নিউজ ডেস্ক : “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৬ অক্টোবর ২০২৫ ইং লক্ষ্মীপুর তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন। উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা
, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাইনুদ্দিন পাঠান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার শিশুশ্রম বন্ধের উপর গুরুত্ব আরোপ করে আগামীর সুন্দর পৃথিবী বিনির্মাণে শিশুদের অধিকারের প্রতি অধিক যত্নবান হওয়ার বিষয়ে সকলকে সচেতন হতে আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন কোমলমতি শিশুদের মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।






