লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসক বিদায় ও বরন অনুষ্ঠানে আবেগাপ্লুত জনগন
বিশেষ প্রতিনিধি হোসেন চৌধুরী:
লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদে প্রশাসক বদলি উপলক্ষে এক হৃদয়স্পর্শী বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।চররুহিতা ইউনিয়নের বিদায়ী প্রশাসক মোঃ সালেহ উদ্দিন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ করায় মঙ্গলবার (১৯ আগস্ট) ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
একই অনুষ্ঠানে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী প্রশাসক মোঃ সালেহ উদ্দিনের কর্মদক্ষতা, দায়িত্ববোধ এবং জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রশাসক মোঃ শহিদুল ইসলামের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এবং নতুন প্রশাসকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করা হয়।






