ঢাকাSaturday , 31 May 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    নিরব প্রকৃতি, ইসরাত জাহান

    admin
    May 31, 2025 7:44 am । ২০৩ জন
    Link Copied!

    নিরব প্রকৃতি
    ইসরাত জাহান

    যেটুকু তাকিয়ে চোখের দেখা দেখি
    কেবলি দেখার জাল বোনা নয়,
    যেন বসুন্ধরা তাকিয়ে থাকে নির্নিমেষে!!!!
    অচেনা কোন শহরের দিকে…
    এদিক ওদিক ঘাড় ফিরিয়ে মাথা উঁচিয়ে
    তাকিয়ে দেখি আকাশ পানে
    নীল সাদা রঙ পড়ে চোখে
    ওপারে আর কি আছে কে জানে ?

    নিশ্বাসটা যেন থমকে যায় নিশ্বাসের দুরত্বে
    এখানে চারপাশে ইট পাথরের দালান
    আর থরে বিথরে সাজানো হাইরাইজ,
    এতটুকু পাই না খুঁজে সবুজের সমারোহ
    সবই যেন আজ কৃত্রিমতার সারপ্রাইজ!!!!

    এমন যদি হতো.. ?
    সকালটা শুরু হতো কুয়াশায় পা মাড়িয়ে
    মন স্থির হতো,
    উত্তাল দুপুরের নিস্তব্দ নিরবতার টানে
    প্রেমিক সন্ধে হতো মন মাতিয়ে,
    রাত্রিদিনের যাত্রা শুরু হতো দুঃখসুখের বন্ধুর পথে…
    জলের উপর দিয়ে চলে যেত তারা
    কোথাও থাকতো না স্পর্শ প্রাণ ছাড়া !!!
    এক ঝাঁক পাখি আকাশে উড়বে
    কিচির মিচির শব্দে মেঘের দেশ মাতাবে!!!

    নিস্প্রাণ এই শহরে
    সে সব তো বহুদুর,
    খানিক পথ পাড়ি দিতে হয় কষ্টের দরত্বে!!
    স্বপ্নগুলো পথ খুঁজে নিয়ন বাতির আলোতে!!
    সময়ের সাথে প্রতিযোগীতা করতে গিয়ে
    যেন ভুলতেই বসেছি,
    প্রকৃতির সাথে বাঁচতে!!!!