ঢাকাTuesday , 27 May 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে ভূমি মেলা-২০২৫ সফলভাবে সম্পন্ন

    admin
    May 27, 2025 4:50 pm । ২২০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে ভূমি মেলা-২০২৫ সফলভাবে সম্পন্ন

    ভি বি রায় চৌধুরী -ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও আধুনিকতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ২৫ মে হতে২৭ মে ২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “ভূমি মেলা-২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে,এতে
    স্লোগান ছিলো: “নির্ধারিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”

    মেলায় লক্ষ্মীপুর জেলায় মোট ২৩,৩৯,০৩৮/- টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয় এবং মানুষের কাছে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার জন্য “দুয়ারে ভূমি সেবা” নামে ভ্রাম্যমাণ সেবার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

    মেলার শেষ দিনে ২৭ মে ২০২৫ তারিখে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সারাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয় ভূমি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা , সহকারী কমিশনার (ভূমি) অভি দাস ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    মেলার অংশ হিসেবে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে বিজয়ী হয় লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে বিজয়ী হয় লক্ষ্মীপুর সরকারি কলেজ এবং রানার আপ হয় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ২০ জনকে বই প্রদান করা হয়। বিজয়ী ও রানার আপ দলের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন জেলা প্রশাসক মহোদয়। পাশাপাশি ভূমি উন্নয়ন কর আদায় ও সেবাপ্রদানের জন্য বিভিন্ন ভূমি অফিসকে পুরস্কৃত করা হয়।