পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী
ভিবি নিউজ ডেস্ক –
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালন করা হয। ২২ এপ্রিল মঙ্গলবার ঢাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে সকাল ৯ টা থেকে এ কর্মসূচী পালন করা হয়। সারাদেশ থেকে প্রায় পাঁচ হাজার মাঠ কর্মী এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। গ্রাম থেকে শহরের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারা পরিবার পরিকল্পনা সামগ্রী বিনামূল্যে পৌছে দিয়ে থাকেন। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরন, গর্ববতী মাযের সেবা, কিশোর কিশোরী সেবা,
প্রসব পরবর্তী সেবা, শিশুদের টিকাদান কর্মসূচীসহ সরকারি বিভিন্ন সেবা দিয়ে থাকেন। এত সব কাজ করার পরেও তাদের নেই কোন নিয়োগবিধি। যার কারনে যেই পদে তাদের যোগদান করে আবার সেই পদ থেকেই অবসর গ্রহন করেন। পদোন্নতি না থাকার কারনে একই বেতনে তাদের চাকুরী জীবন শেষ করে খালি হাতে ঘরে ফিরতে হয়। অথচ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সহ বাকি কর্মচারীরা পদোন্নতি সহ উচ্চতর বেতনস্কেল ভোগ করে যাচ্ছেন। অধিদপ্তর সৃষ্টির পর থেকে নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রনালয়সহ অধিদপ্তরে বিভিন্ন সময় যোগাযোগ করলে তারা নিয়োগবিধি বাস্তবায়নের হবে বলে মাঠকর্মীদের আশ্বস্ত করেন। কিন্তু ৩০ বছর পার হলেও অজানা কারনে তা বাস্তবায়ন হয় নি। এ প্রসঙ্গে পরিবার পরিকল্পনা পরিদর্শক মাঈন উদ্দিন, নোয়াখালী বলেন নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের সকল নিয়োগ ও পদোন্নতি বন্ধ রাখতে হবে। আমরা লাগাতার শান্তিপূর্ন কঠোর কর্মসূচী পালন করে যাবো। পরিবার কল্যাণ সহকারীরা বলেন বৈষম্যহীন বাংলায়, বৈষম্যের ঠাই নাই।






