ঢাকাThursday , 3 April 2025
    আজকের সর্বশেষ সবখবর

    রামগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, খুন করিয়া লাশ গুম করার হুমকি, থানায় অভিযোগ

    admin
    April 3, 2025 2:04 pm । ৬৩ জন
    Link Copied!

    রামগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, খুন করিয়া লাশ গুম করার হুমকি, থানায় অভিযোগ

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরের রামগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে বাড়ী বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আবুল কালামের প্রান নাশ করিয়া লাশ গুম করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মনির হোসেন ও তাঁর দলবলের বিরুদ্ধে। এ বিষয়ে ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মনির হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ ও ২০/৩০ জনকে অজ্ঞাত লোককে বিবাদী করিয়া ভুক্তভোগী আবুল কালাম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি গত ১ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া আটটার সময় উপজেলার ভাদুর ইউনিয়নের সমেসপুর গ্রামের উত্তর সমেসপুর জামে মসজিদ এলাকায় ঘটে। অবসরপ্রাপ্ত কর্পোরাল আবুল কালাম ওই এলাকার অছিম উদ্দিন মিজি বাড়ীর হোসেন আহমেদর পুত্র। অভিযুক্ত মনির হোসেন একই এলাকার রহিম বক্সের পুত্র ও ঢাকার ব্যবসায়ী।
    থানার অভিযোগ সুত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘ চব্বিশ বছর সেনাবাহিনী চাকুরী করার পরে ২০২২ সনে কর্পোরাল পদে থেকে অবসরে গিয়েছেন। চাকুরী থেকে অবসরে আসার পরে গ্রামে বাড়ীতে এসে বসবাস শুরু করেন। এসময় তিনি জামাতে ইসলামির রাজনীতি ও সমাজসেবা মূলক কাজে লিপ্ত রয়েছেন। এলাকাবাসী আবুল কামালকে স্হানীয় উত্তর সমেসপুর জামে মসজিদের প্রধান উপদেষ্টা নির্বাচিত করেন। বিষয়টি মেনে নিতে না পেরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ঢাকার ব্যবসায়ী মনির হোসেন ঈদের সময় বাড়ীতে এসে অনেক টাকা খরচ করে সুবিধাবাদী লোকজন নিয়ে দলবল ভারী করে নিজেকে উত্তর সমেসপুর জামে মসজিদের সভাপতি হিসেবে ঘোষণা দেন। এতে মসজিদটির প্রধান উপদেষ্টা হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আবুল কালাম বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা ও ঢাকার ব্যবসায়ী মনির হোসেনের সাথে থাকা এলাকার আব্দুল কাদেরের পুত্র আরিফুর রহমান (৪৭), মৃত সুলতানের পুত্র লিটন (৩৫), আব্দুর রশিদের পুত্র রাশেদ (২৭), মৃত হাবিবুল্লা পন্ডিতের পুত্র আবুল কাশেম (৭০), কামাল হোসেনের পুত্র মোঃ রাসেল (২০), আব্দুল করিমের পুত্র জনি মিয়া (৩২), আরিফুর রহমানের পুত্র মাহবুবুর রহমান (২০), মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ রাকিব (২২) সহ অজ্ঞাত আরও ২০/৩০ লোক নিয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আবুল কালামকে মারধর করার জন্য তেড়ে গেলে আবুল কালাম মসজিদের ভিতরে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। এসময় আওয়ামী লীগ নেতা মনির হোসেন বুলডোজার দিয়ে বাড়ী গুড়িয়ে দেয়াসহ অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আবুল কালামকে প্রান নাশের হুমকি দেন।
    ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আবুল কালাম এ প্রতিবেদককে বলেন, অনেক কালো টাকার মালিক আওয়ামী লীগ দোসর মনির হোসেন স্হানীয় উত্তর সমেসপুর জামে মসজিদের স্বঘোষিত সভাপতি দাবী করায় মসজিদটির প্রধান উপদেষ্টা হিসেবে আমি বাধা দেই। এতে আমার বাড়ীঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি নিরুপায় হয়ে হয়ে থানায় ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছি।
    অভিযোগের বিষয়ে ব্যবসায়ী মনির হোসেন এ প্রতিবেদককে মুঠোফোনে বুধবার বিকেলে বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মি না, ব্যবসা করার কারণে সকল দলের সাথে সুসম্পর্ক রাখি। অভিযোগকারী আবুল কালাম আমার ভাগিনা, স্হানীয় এলাকাবাসী একমত হয়ে আমাকে মসজিদের সভাপতি মনোনীত করে। বিষয়টি আবুল কালাম মেনে নিতে না পারায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আমি তাকে কোনো ধরনের হুমকি দেইনি।

    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল বাশার এ বিষয়ে বলেন, আবুল কালাম নামে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্পোরালকে হুমকি ধমকির দেয়ার একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।