লক্ষ্মীপুরে পলাশ চন্দ্র মজুমদারে তৃতীয় মৃত্যু বার্ষিকীতে মন্দিরে প্রসাদের আয়োজন
ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের পল্লী বিদ্যুতের ডেপুটি ডাইরেক্টর তপন মজুমদার, রতন মজুমদার ও শিক্ষক রনজীত চন্দ্র মজুমদারের কাকা পলাশ চন্দ্র মজুমদারের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দালাল বাজার শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিও আখড়ায় পারলৌকিক আত্মার শান্তি কামনায় এক ভোগবিলাসের আয়োজন করা হয়।
জানা যায় ২৭ মার্চ ২০২২ ইং তারিখে পলাশ চন্দ্র মজুমদার বার্ধক্যজনিত কারণে নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তাঁর পারলৌকিক আত্মার শান্তি কামনায় উপস্থিত আগত অতিথিদের মহাপ্রসাদ গ্রহনআন্তে তপন চন্দ্র মজুমদার সকলের নিকট কাকার পারলৌকিক আত্মার শান্তির জন্য আশির্বাদ প্রার্থনা করেন।