লক্ষ্মীপুরে মাদক কারবারির আক্রমণে সাংবাদিক আহত সদর হাসপাতালে ভর্তি
ভিবি নিউজ ডেস্ক –
দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেলের উপর অতর্কিত হামলা করেন দনু মিঞার পুত্র মাদক কারবারি ও ব্যবসায়ী আমির হোসেন( ৫৫) ও তার ভাই ইসমাইল।
জানা যায় ২০ মার্চ ২০২৫ ইং রোজ বৃহষ্পতিবার সন্ধ্যায় মাদক সেবী কিশোর গ্যাং এর সদস্য শরিফ (১৮) এর সাথে মাদক সেবন বিষয়ে কথা কাটাকাটি হয় মেহেদী হাসান রাসেলের, এক পর্যায়ে মেহেদী হাসান রাসেল নিজ প্রয়োজনে লক্ষীপুর আসলে কিশোর গ্যাং এর অন্যতম সদস্য শরীফ হোসেন সাংবাদিক রাসেলের বাড়ীর পাশে দলবল নিয়ে মহড়া দেয়, এই খবর পেয়ে সাংবাদিক রাসেল থানায় ডিউটি অফিসারকে বিষয় টি জানান এবং নিজ বাড়ীতে রাত ৮.৩০ মিনিটে গেলে অন্ধকারে মাদক ব্যবসায়ী আমির ও তার ভাই ইসমাইল, শরীফ সহ আরো অজ্ঞাত ৮-১০ জন অতর্কিত হামলা করে নাকে মুখে লাঠি দিয়ে আঘাত করে এবং প্রানে হত্যা করার উদ্যেশে গলাটিপে ধরলে মেহেদী হাসান রাসেল চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলা কারিরা পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থা দেখে রাশেদ, তুহিন সহ রাসেল কে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগে নিয়ে আসলে অবস্থা শোচনীয় পর্যায়ে হওয়ায় দায়িত্বরত চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি দেন।