বিদ্যুতের প্রিপেইড মিটারের হয়রানি বন্ধে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে লক্ষ্মীপুরে জেলাপ্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান
ভিবি নিউজ ডেস্ক -বিদ্যুৎতের প্রিপেইড মিটারের হয়রানি বন্ধের দাবিতে ১০ মার্চ ২০২৫ ইং লক্ষ্মীপুরের জেলাপ্রশাসক রাজীব কুমার সরকারের নিকট মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন আইনজীবী নুর মোহাম্মদ।
জানা যায়
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ মোতাবেক স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তকাজ আগামী মার্চের মধ্যে সম্পন্ন হতে পারে বলে উচ্চ আদালতকে জানানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মে দিন ঠিক করেছেন।
হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী। ডেসকোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোখলেছুর রহমান এবং ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুবায়ের রহমান।






