ঢাকাMonday , 3 March 2025

লক্ষ্মীপুরে সরবত জুস কারখানায় মোবাইল কোট পরিচালনা করেন ইউএনও জামশেদ আলম অর্থদন্ড, সীলগালা

admin
March 3, 2025 6:58 am । ৯৫ জন
Link Copied!

লক্ষ্মীপুরে সরবত জুস কারখানায় মোবাইল কোট পরিচালনা করেন ইউএনও জামশেদ আলম অর্থদন্ড, সীলগালা

মো: হোসেন চৌধুরী :
লক্ষ্মীপুর জেলার
সদর উপজেলাধীন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভীর হাট সংলগ্ন Taha me Orange নামীয় তৈরিকারক অ নিবন্ধিত অপরিক্ষিত অবৈধ প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,অনুসন্ধানে আসে। বিশেষ সোর্স এর মাধ্যমে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জানা যায় ২ মার্চ ২০২৫ইং তারিখ রোজ রবিবার /লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। ফেক্টরির বিভিন্ন যন্ত্রাংশ, কাঁচা মাল, বতল প্যাক কোটা প্রক্রিয়াকরন নিবিড় পর্যবেক্ষণ করেন, প্রতিষ্ঠানটির বি এস টি আই এর কাগজ সহ অন্যান্য কাগজ পত্রাদি চাইলে অপরাগত প্রকাশ করে কর্তৃপক্ষ, পরবর্তী সময়ে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি,রপ্তানি বাজারজাতকরণের অননুমোদিত মজুদ, সরবরাহ ও বিক্রয় করার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ইং অধ্যাদেশ বিচারব্যবস্থায় অনুযায়ী Taha me Orange এর সত্ত্বাধিকারীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠান হতে তৈরি খাদ্যদ্রব্যের নমুনা( BSTI) পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়, পরীক্ষা শেষে অনুমোদন সাপেক্ষে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হবে এই মর্মে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।