ঢাকাTuesday , 23 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজার পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা

    admin
    September 23, 2025 2:27 pm । ১৩৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজার পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা

    মোঃ হোসেন চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার পরিদর্শন আসেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদ আলম রানা।
    অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা রসুল গঞ্জ ঐতিহ্য বাহি অবহেলিত ঝুঁকিপুর্ন বাজারটি পরিদর্শন করেন জামশেদ আলম রানা উপজেলা নির্বাহী অফিসার।
    গত ১৭ বছর থেকে ছিলো অব্যবস্থাপনা,অবহেলিত, অনউন্নত, বৈষম্যের শিকার, রসুলগঞ্জ বাজার। হামিদ উল্লা ভুঁইয়া বাড়ির পক্ষ থেকে হাই স্কুল,প্রাইমারি স্কুল, ইউনিয় অফিস, ভুমি অফিস, কৃষি অফিস মসজিদ এবং বাজারের জন্য জমি দান করে, নিয়মিত এই বাড়ির উদ্যোগে প্রতিষ্ঠান গুলো গড়ে উঠে, কিন্তু এ বাজারে ১৭ বছর পয্যন্ত কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি বরং আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন আধিপত্য বিস্তার করে স্থানিয় কেডারেরা মাছ বাজারের অংশ দখল করে, অভিযোগ করেন এলাকার মান্য গন্য ও সাধারন জনগন। এই বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রচার হয়ে থাকে। উপজেলা পরিষদের বরাবর চর রুহিতা ইউনিয়ন প্রশাসকের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আবেদন করা হলে সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, রসুলগঞ্জ বাজারটি পরিদর্শনে আসেন, তিনি মাছ বাজার দখল কৃত দোকান, ভাঙ্গা মাছ বাজার, বাজারের মাঠ, শৌচাগার এর জায়গা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, সহ পরিদর্শন করে স্থানিয় মান্য গন্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদ কমিটি, বাজার ব্যাবসায়ি কমিটি ইউনিয়ন প্রশাসক সাংবাদিক সহ সকলের সাথে মতবিনিময় ও আলোচনা করে, মাছ বাজার, ডিপ টিউবয়েল, বাজার মাঠ সিসি ঢালাই, শৌচাগার স্থাপনার ব্যাপক প্রকল্প বাস্তবায়নের আশ্বাশ দেন, তিনি বলেন সরকারের পক্ষ থেকে বাজারের সকল ধরনের উন্নয়নে আন্তরিক সেবা ও সহোযোগিতা করবেন বলে তিনি সকল কে আশস্ত করেন।নির্বাহী অফিসার জামশেদ আলম রানা পরে উচ্চ বিদ্যালয়ে, স্কুল ছাত্র ছাত্রীদের লেখা পড়া ও আগামি এস এস সি পরীক্ষার প্রস্তুতির খোজখবর নেন,ছাত্র ছাত্রীদের ভালো ভাবে লেখা পড়া করার মোটিভিশন করেন। উপজেলা এসময়ে আরো উপস্থিত ছিলেন যুবউন্নয়ন অধিদপ্তরের সহ:উপপরিচালক ও রসুলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের আহবায়ক সালাহউদ্দিন বাচ্চু, চররুহিতা ইউপি প্রশাসক, সহিদুল ইসলাম, স্থানিয় পর্যায়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়তের আমির মাস্টার হুমায়ুন কবির, ইউনিয়ন বি এনপির সভাপতি নুর হোসেন চৌধুরী, মাস্টার শহিদ উদ্দিন, শাহিন কাদের চৌধুরী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মাহাবুব আলম, সাংবাদিক ও এনজিও ব্যাক্তিত্ব মো: হোসেন চৌধুরী, বাজার কমিটির সভাপতি শফি মাহামুদ নিজু, সম্পাদক রাসেল হোসেন সহ প্রমুখ।