আইনজীবীর পরিচয়ে প্রতারণা করে একাধিক বিয়ে, ভুক্তভোগী কর্তৃক যৌতুকের মামলা :
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর -লক্ষ্মীপুর জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ আল-আমিনের বিরুদ্ধে একাধিক বিয়ে করা, যৌতুক,মারধর এইসবের অভিযোগ উঠেছে
গত ৩১ অগাস্ট ২০২৫ লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররোহিতা ইউনিয়নের বাসিন্দা জান্নাতুল মাওয়া বাদী হয়ে শিক্ষানবীশ আইনজীবী আলামিনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে এখানে বলা হয়েছে গত ২৯ শে নভেম্বর ২০২৪ ইং তারিখে জান্নাতুল মাওয়ার সাথে আল-আমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়েতে মেয়ে পক্ষ থেকে পালকির সাজসজ্জা, সাড়ে তিন ভরি ওজনের স্বর্নালংকার ও বিভিন্ন ফার্নিচার সামগ্রী দিয়া আসামি আলামিনের বাড়িতে উঠাইয়া দেয়। বিয়ের পরপরই আলামিন ব্যবসা করবে বলে মেয়ের পরিবারের কাছ থেকে ১ লক্ষ টাকা চাইলে বাদীর মা কিস্তি থেকে ১ লক্ষ টাকা উঠাইয়া দেয় কথা ছিল তিন মাসের ভিতরে তা পরিশোধ করবে টাকা পরিষদের তালবাহানা করে টাকা খুজলে মারধর, গালিগালাজ করে। আলামিন পর নারীর প্রতি ও আসক্ত। বিভিন্ন মেয়েদের সাথে তার সম্পর্ক রয়েছে। ১ লক্ষ টাকা চাইলে সে এবার আরো২ লক্ষ টাকা যৌতুক হিসেবে চায় না দিলে তাকে মারবে এবং তালাক দিয়ে দিবে।
পরবর্তীতে টাকা না দেওয়ার কারণে জান্নাতুল মাওয়াকে মারধর করে। নিরুপায় হয়ে তারা কোর্টের দারস্ত হন। জান্নাতুল মাওয়া আরেকটি অভিযোগ লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক বরাবরে বরাবরে প্রদান করেন জান্নাতুল মাওয়ার কাছ থেকে আমাদের প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন আলামিন পূর্বে আরো দুটি বিয়ে করছে সেখানেও সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতারণা করে ওদের জীবনটা নষ্ট করে ফেলছে এখন আমার জীবনটা নষ্ট করে ফেলতেছে আমি এই অপরাধীর সুষ্ঠু বিচার চাই। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার কাছে একটি অভিযোগ এসেছে আমি উভয়পক্ষকে ডেকে এনে বাদী এবং আলামিন কে বলেছি তুমি যদি সংসার না করতে চাও তাহলে আইনগতভাবে তাকে ছেড়ে দাও
আলামিন এর কোন প্রতারণার দায়ভার লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নেবে না আমরা বাদীকে আইনি ব্যবস্থা আইনি বিচার পেতে সর্বাত্মক সাহায্য করবো যদি আলামিন দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বার কাউন্সিলে ব্যবস্থা নেওয়ার জন্য উনি লিখিতভাবে প্রস্তাবনা দিবেন বলে জানান। আল-আমিনকে মামলার বিষয় একাধিক বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করলে আলামিন সম্পূর্ণ ঘটনা মিথ্যা বানোয়াট বলে সে নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকিও দেয়।
আলামিনের নির্যাতন হুমকি-ধুমকির বিষয়ে রসূলগঞ্জ চররুহিতায় যাচাই-বাছাই করতে গেলে আমাদের প্রতিবেদক জানতে পারেন এনাম উকিল নামে এক জজ কোর্টের আইনজীবীর সহায়তায় আলামিন এগুলো করছে আলামিনের দ্বিতীয় সংসার এনাম উকিল এর বাড়িতে বসে ভাঙ্গাচুরা হয়েছে বলে এলাকাবাসী জানান এলাকাবাসী বলেন জান্নাতুল মাওয়ার কাবিন এনাম উকিল এর কাছে ছিল এনাম উকিলকে এ বিষয়ে জানার জন্য কল করা হলে তিনি কল রিসিভ করেন নি।






