লক্ষ্মীপুরে ব্যবসায়ী ফরিদ মাওলানাকে দুর্বৃত্তরা কুপিয়ে নগদ অর্থ ছিনতাই
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের নন্দনপুর বাজারের স্থানীয় ব্যবসায়ী ফরিদ মাওলানা কে গতকাল ২৯ জুলাই রাত প্রায় ১১’ ঘটিকায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া যায়।
জানা যায় ব্যবসায়ী ফরিদ মাওলানা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধকরে বাড়ি যাওয়ার পথে নন্দনপুর রাজেগো পুলের সামনে এলে পূর্বথেকে ওতপাতা দুর্বৃত্তরা অতর্কিতে ফরিদ মাওলানার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি কুপিয়ে একপর্যায়ে তার সাথে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার বামহাতের বাজুতে এলোপাথাড়ি কোপানোর কারণে প্রচুর রক্তকরণ হতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
এই বিষয়ে এলাকাব্যাপি চাপা উত্তেজনা বিরাজ করছে। কারা এহেন নেক্কারজনক কাজ সংঘটিত করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির বিধান করিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এলাকাবাসী দাবী জানান।






