ঢাকাMonday , 9 June 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

    admin
    June 9, 2025 4:37 pm । ১৭৫ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালালবাজারের খোয়াসাগর দীঘি ও মজু চৌধুরীর ঘাট এলাকায় আজ সোমবার (৯ জুন) অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

    আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী

    অভিযানকালে বেপরোয়া গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩টি পৃথক মামলায় ৩ জন চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    এছাড়া একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিআরটিএ কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলাপ্রশাসন।