ঢাকাThursday , 29 May 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    দালাল বাজার লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি পরিদর্শনে জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার

    admin
    May 29, 2025 10:53 am । ১৭৮ জন
    Link Copied!

    দালাল বাজার লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি পরিদর্শনে জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার

    ভি বি রায় চৌধুরী – দালাল বাজার লক্ষ্মীনারায়ন জমিদার বাড়ি পরিদর্শনে আসেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। তিনি ২৮ মে ২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দালাল বাজার লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা এবং তার নেতৃত্বে একটি কারিগরি প্রতিনিধি দল। তারা স্থাপনার বর্তমান অবস্থা, স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব সরেজমিনে পর্যালোচনা করেন।

    পরিদর্শন শেষে জেলা প্রশাসক স্থাপনাটির সংরক্ষণ, সম্ভাব্য সংস্কার কার্যক্রম এবং প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জেলার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসাইন, এনডিসি মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস ও কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ।