ঢাকাWednesday , 21 May 2025

লক্ষ্মীপুর জেলাপ্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

admin
May 21, 2025 2:41 pm । ৭৩ জন
Link Copied!

 

লক্ষ্মীপুর জেলাপ্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রহমতখালি খালের উপর অবৈধভাবে নির্মিত ৬ টি দোকানঘর ও ২ টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
২১ মে ২০২৫ ইং রোজ বুধবার উপজেলা কমিশনার( ভূমী) অভি দাস এই অভিযান পরিচালনা করেন। এতে উদ্ধারকৃত সরকারি খাস জমির পরিমাণ ৪.৫ শতক যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
জানা যায় বর্ষা মৌসুম শুরুর আগেই জলাবদ্ধতা নিরসনে জেলার বিভিন্ন খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযান যৌথ বাহিনী পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে নিউজ কাভারেজ করেন।

এই বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা কমিশনার (ভূমী) অভি দাসের নিকট জানতে চাইলে তিনি বলেন
জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সকল খালের উপর গড়েউঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।