এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক –
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর এর এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর ও সভাপতি, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি, মানব সম্পদ উন্নয়ন), লক্ষ্মীপুর , আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফ, লক্ষ্মীপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আজাদ উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও রিনা সুলতানা ( উপাধ্যক্ষ) সহ সম্মানিত প্রভাষকগণ এবং সহকারী শিক্ষকগণ। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার প্রতিষ্ঠানের উডেন ফ্লোর লাইব্রেরি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনা নিশ্চিত করার জন্য সকল সুযোগ সুবিধা প্রদানের সম্মতি দিয়েছেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।