লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব আমির হোসেন
সংবাদ ধারা- লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ২৫ মার্চ মঙ্গলবার উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সহসভাপতি মোঃ হোসেন চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল হাসান শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোঃ আব্দুল মোন্নাফ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের লক্ষ্মীপুর জেলার সভাপতি মোঃ শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও স্ংস্থার আইন উপদেষ্টা ফিরোজ আলম, দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহআলম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন,প্রেসক্লাবের সদস্য এবং বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মিজানুর রহমান মুকুল সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাস্টার ঘোষণা দেন যে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আমির হোসেন।
তার ঘোষণা দেয়ার পর উপস্থিত সকল লসাকসের সদস্যরা করতালি দিয়ে স্বাগত জানান।
এসময়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির হোসেন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সর্বস্তরের সাংবাদিকদের উদ্দেশ্য বলেন আমি আপনাদের সাথে বিগত দিনেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন আগামীদিনেও আপনাদের এগিয়ে নিতে যতটুকুন সহযোগিতা করার আমি করবো বলে আশাবাদ ব্যাক্ত করেন।