ঢাকাThursday , 27 February 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    রসুল গঞ্জ নুরনবী চৌধুরী কোরআন শিক্ষা কেন্দ্রের আয়োজনে তাফসিরুল কোরআনের মাহফিল অনুষ্ঠিত

    admin
    February 27, 2025 3:56 am । ২১৭ জন
    Link Copied!

     

    বিশেষ প্রতিনিধি (ভিবি নিউজ) : হোসেন চৌধুরী : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন রসুল গঞ্জ বাজার সংলগ্ন নুরনবী চৌধুরী কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল এর আয়োজন করা হয়।
    ১ ম বার্ষিক তাফসিরুল কেরআন মাহফিল ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ রোজ বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন এর চরলামছি গ্রামে নুরনবী চৌধুরী কোরআন শিক্ষা কেন্দ্রে মাহফিলের আয়োজনে তাফসির আনেন প্রধান মেহমান মুফতি ইয়াহইহা মাহমুদ মিরপুরী মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার খতিব জিলপাড়া জামে মসজিদ পুর্ব শেওড়া পাড়া, ঢাকা।
    প্রধান বক্তা হাফেজ মাওলানা
    বিশেষ বক্তা: হাফেজ মাওলানা আবদুর রহমান খতিব রসুল গঞ্জ জামেমসজিদ। মাওলানা হারুনুর রশিদ শিক্ষক হযরত ফাতেমা( রাঃ) দাখিল মাদ্রাসা। ক্বারি হাফেজ মো: মোশাররফ হোসেন ইমাম, নবী গঞ্জ জামেমসজিদ।
    মো: মাহমুদুল হাসান রাকিব হযরত ফাতেমা (রা 🙂
    মাহফিলে সভাপতিত্ব করেন নুর হোসেন চৌধুরী আরজু, সভাপতি নুর নবী চৌধুরী কোরআন শিক্ষা কেন্দ্র এবং সভাপতি ইউনিয়ন বি এন পি চররুহিতা সদর লক্ষ্মীপুর।
    মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক ও রসুল গঞ্জ ডাচ বাংলা ব্যাংক এর পরিচালক শাহিন কাদের চৌধুরী। মাস্টার হুমায়ুন কবির আমিরে জামায়াতে ইসলাম চররুহিতা ইউনিয়ন। মোঃ হোসেন চৌধুরী নির্বাহী পরিচালক সেডো সংস্থা লক্ষ্মীপুর সভাপতি এডাব লক্ষ্মীপুর জেলা শাখা, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সহসভাপতি সহ প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলোআত, হাম নাথ, ও নুরনবী চৌধুরী কোরআন শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী রা সুরা কেরাত ও গজল তেলোআত করে ইসলামি জলসাকে জমজমাট করে তুলে
    দুর দুরান্ত থেকে মুসল্লী নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন দলে দলে আগমনে ভরে উঠে মাহফিলের ময়দান।