লক্ষ্মীপুরে লালন তিরোধান দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে লালন তিরোধান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক টাউন হলে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতির আসন অলঙ্কিত করেন লক্ষ্মীপুরের মাননীয় জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার
। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন উপপরিচালক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, লক্ষ্মীপুর , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম রানা, কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সাংস্কৃতিমনা দর্শক-শ্রোতা । এ সময় জেলা প্রশাসক লালন সাই এর জীবনদর্শনের উপর আলোকপাত করার পাশাপাশি বাংলা সাহিত্য সংস্কৃতিতে তার অবদান তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।






