লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে গণশৌচাগার আবশ্যক
ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর হিসাবে খ্যাত দালাল বাজার। এই বাজারে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আঞ্চলিক মহাসড়কে দূরপাল্লার গাড়িতে চলার জন্য আসেন। উপশহর দালাল বাজার লক্ষ্মীপুর ২ সংসদীয় আসন হওয়ায় দালাল বাজার হয়েছে প্রত্যন্ত অঞ্চলের একটি কানেক্টেড জোন। রায়পুর-ঢাকা,রায়পুর -চট্টগ্রাম, রায়পুর -লক্ষ্মীপুর যাতায়তে দালাল বাজার আসতেই হবে, সেই কারনে এই বাজারে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আঞ্চলিক মহাসড়ক উপশহর দালাল বাজারে আসেন। কিন্তু অতিব গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দিলে জনগণের পয়নিষ্কাশনের জন্য নেই কোন গণশৌচাগার। বিশেষ করে মহিলারা পড়েন বিশেষ ভোগান্তিতে। এখানে কোন অফিস আদালতও নেই যে বিপদে পড়লে ছুটে গিয়ে আনলোড করতে পারবে।আজ ১৩ অক্টোবর সন্ধ্যায় একজন মহিলা যাত্রী তার মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে দালাল বাজারে এসেছেন,এখানে আসার পর তার প্রকৃতির ডাক আসে, মহিলা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে, পরবর্তীতে বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী তাঁর ফার্মেসীর পেছনে টয়লেট টি দেখিয়ে এহেন বিপদ থেকে উদ্ধার করেন।
এই বিষয়ে সমাজসেবক হামিদুর রহমান টিটু, রাজনৈতিক নেতা বিটু পাটোয়ারী, পল্লী চিকিৎসক কার্তিক দাস, জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ফিরোজ আলম, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান পাটোয়ারী, দালাল বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর মহিউদ্দিন মিরন, দালাল বাজারের কথিত জমিদার নিজাম উদ্দিন, ঔষধ ব্যবসায়ী কামরুল হোসেন, স্বর্ণ ব্যবসায়ী তপন স্বর্ণকার, বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাংবাদিক মিজানুর শামিম, আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন সহ প্রমূখ জেলা প্রশাসক মহোদয়ে নিকট অতি দ্রুত এই উপশহর দালাল বাজারে গণশৌচাগার নিশ্চিত করার বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন।
এই বিষয়ে দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম বলেন দালাল বাজারের আঞ্চলিক মহাসড়কের পাশ্বে মহিলা ও পুরুষের জন্য গণশৌচাগার দ্রুততার সাথে করার জন্য আপনার এই লিখুনির মাধ্যমে জেলাপ্রশাসক মহোদয়ের নিকট জোর দাবী জানাচ্ছি।






