প্রতি বুধবারের মতো আজও জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলাপ্রশাসক কার্যালয়ে আজ ০৮/১০/২০২৫ তারিখে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান আজ ৮ অক্টোবর ২০২৫ ইং রোজ বুধবার জেলা প্রশাসক রাজীব কুমার সরকার গণশুনানিতে আগত সেবাপ্রার্থীদের বক্তব্য শোনেন এবং অনেক অভিযোগের তাৎক্ষণিক সমাধান
প্রদান করেন। পাশাপাশি তিনি অভিযোগসমূহের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করেন।
জানা যায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার মহোদয় লক্ষ্মীপুরে যোগদানের পর থেকে এক দিনের জন্যও এই গণশুনানি বন্ধ থাকে নি। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন ভাবে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এই গণশুনানিতে অংশগ্রহণ করে কিছু না কিছু সুরাহা পেয়েছেন বলে ভুক্তভোগীরা জানান।






