আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস,থানায় জিডি
ভিবি নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে “আমার দেশ” অনলাইনে রায়পুর প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের ক্ষোভ, ২ হাজার টাকা ছাড়া সেবা নেই” শিরোনামে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংবাদিকের ছবি পোষ্ট করে তিনি লিখেন “সবাই এই সকল সাংবাদিক লেবাশধারী লোকদের ভুয়া নিউজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের দূর্গ গড়ে তুলুন এবং সমাজের চাঁদাবাজি বন্ধ করুন।
এখনই সময় উচিত জবাব এবং শিক্ষা দেওয়ার এসব এহেন কার্যকলাপের। লোকের কারণে সমাজের পরিবেশ প্রতিনিয়ত বিনষ্ট হয়ে যাচ্ছে।
সাংবাদিকতা নামক পেশাটাও ইনাদের মতো লোকদের জন্যও এখন হুমকির মুখে।
আসুন সকলে মিলে এদের বিরুদ্ধে সোচ্চার হই।”
তার এমন মন্তব্যে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন মন্তব্যে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় “আমার দেশ” প্রতিনিধি মোঃ জাকির হোসাইনসহ তিন প্রতিনিধি রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন এমন ঘটনায় আমি রায়পুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । সাংবাদিকদেরকে নিয়ে এমন অপপ্রচার সাংবাদিক সমাজ মেনে নিবে না আমরা চাই উনি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন উনার ভুলের জন্য।
এই বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ফেসবুকে অপপ্রচার কারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
রায়পুর থানার সাধারণ ডায়েরি করার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই ( নিরস্ত্র) সুদীপ্ত নাথ দীপ্ত বলেন, ” ডাঃ মোফাজ্জল হোসেন এর উপর আনীত(জিডি) অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। ”
উপরোক্ত বিষয়ে রায়পুর থানায় সাধারণ ডায়েরিতে অভিযুক্ত ডাঃ মোফাজ্জল হোসেন কে 01712-666842 নাম্বার মুঠোফোন ২ অক্টোবর ১২’৫৫ মিনিটে ও ১টা ৫ মিনিটে ফোন করে নাম্বারটি বন্ধ থাকায় উনার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ, কে, এম, ফজলুল হক বলেন, অনিয়ম থাকলে যে কারো বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে পারেন, তবে যদি কোন অসত্য নিউজ করে তার জন্য আইনী ব্যবস্থা নিবে কিন্তু সাংবাদিকদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো এটা দুঃখজনক। আমি এখানে নতুন এসেছি। এখন পর্যন্ত সবাইকে ভালো করে চিনিও না। বিষয়টি শুনলাম আমি সত্যতা যাচাই করে পদক্ষেপ নিবো, আর আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। ”






