ঢাকাSunday , 21 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    আলিফ মীম হাসপাতালে নর্মাল ডেলিভারি জমজ শিশুর জন্ম

    admin
    September 21, 2025 11:10 am । ৯৮ জন
    Link Copied!

    আলিফ মীম হাসপাতালে নর্মাল ডেলিভারি জমজ শিশুর জন্ম

    ভিবি নিউজ ডেস্ক – আলিফ মীম হাসপাতালের জন্মই হলো নরমাল ডেলিভারির জন্য, কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে মাসের শেষ শুক্রবার সিজার ও নরমাল ডেলিভারি একেবারে ফ্রি করে দেয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের উপশহর দালালবাজার আলিফ মীম হাসপাতালে গণমাধ্যমের এক ঝাঁক সাংবাদিকদের সাথে এক আলাপ চারিতায় হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন আরও বলেন, আপনারা সবাই জানেন আমি কোনো ডাক্তার পার্সন না, আমি একজন সাধারণ মানুষ। মহান আল্লাহর রহমতে মানুষের দোয়ায় আমরা এই আলিফ মীম হাসপাতাল প্রতিষ্ঠিত করেছি। গতকাল এক মায়ের দুটো ছেলে সন্তান আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারিতে হয়েছে খবরটি শুনে সাংবাদিকসহ আশেপাশের অনেকেই দেখতে এসেছেন। আল্লাহর ইচ্ছাতে মা ও ছেলে সন্তান দুটো ভালো আছেন। গতকাল একদিনে আমাদের হাসপাতালে ছয়টি ছেলে সন্তান হয়েছে, এর মধ্যে এক মায়ের গর্ভে দুটো পুত্র সন্তান জন্ম হয়েছে। আমি জানতে পেরেছি ওই মা লক্ষ্মীপুর শহরের আশেপাশে থাকেন। তিনি লক্ষ্মীপুর শহরের হাসপাতালে না গিয়ে আমাদের আলিফ- মীম হাসপাতাল এসে দু’টো পুত্র সন্তানের মা হয়েছেন এই কারণে আমি উনার সকল চার্জ ফ্রি করে দিয়েছি। নরমাল ডেলিভারির জন্য তিন বছর পূর্ব থেকে আমাদের বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। আমাদের হাসপাতালে পাঁচটি অপারেশন থিয়েটার এবং চব্বিশ ঘণ্টাই অভিজ্ঞ এনেস্থিসিয়ার ডাক্তার সাহেবসহ সংশ্লিষ্ট ডাক্তার রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের হাসপাতালে রোগীর সাথে আগত সকল আত্মীয় স্বজনরা সল্প খরচে থাকা- খাওয়াসহ সকল ধরনের সু ব্যবস্হা আছে। আগামী মাস থেকে নরমাল ডেলিভারির জন্য আগত প্রত্যেক মাকে আমরা একবেলা ফ্রি খাবার দেয়ার ব্যবস্হা করতে যাচ্ছি।
    জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার, চররুহিতা, উত্তর হামছাদী ও দক্ষিণ হামছাদী এবং পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোনাপুর, চরমোহনা, দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী ও বামনী ইউনিয়নের প্রায় আড়াই লক্ষ মানুষের চিকিৎসা সেবার লক্ষ্যে এ হাসপাতালটি চালু করা হয়েছে। ২০ শয্যা বিশিষ্ট এই আলিফ-মীম হাসপাতালটি চিকিৎসা বিজ্ঞানের সকল ধরনের উন্নত মানের অত্যাধনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে। এতে করে চিকিৎসা নিতে আসা আশেপাশের এলাকার রোগীদের দুর দুরান্তে নোয়াখালী বা ঢাকা যাওয়ার প্রয়োজন পড়ে না।