জমি নিয়ে বিরোধ চরমে ঘটতে পারে সংঘাত
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের রানীর হাট বরকন্দাজ বাড়ির বাদী -মোঃ হুমায়ুন কবির, মোঃ সেলিম ও সালেহা বেগম কে বিবাদী করে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,সদর কোর্টে স্থিতিবস্থা বজায় রাখার নিমিত্তে ১৪৪/১৪৫ ধারায় ৫/৫/২০২৫ ইং তারিখে মামলা দায়ের করেন। আদালত শুনানি শেষে ১৪৪/১৪৫ ধারায় নালিশি সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত বিষয়টি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ওসি সদর,লক্ষ্মীপুর কে নির্দেশ দিলে ওসি মোঃ আব্দুল মোন্নাফ এসআই মোস্তফা কামাল কে সরজমিনে পাঠিয়ে সকল কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার কথা বলেন।
জানা যায় মোঃ হুমায়ুন কবির এবং মোঃ সেলিম ও সালেহা বেগম পাশাপাশি বাড়ির লোক হয়। অভিযোগ কারির পিতা মামলার ১ নং স্বাক্ষী মোঃ মহসিন বিগত ৫/১/১৯৮৭ ইং তারিখে ২২৪ নং হেবা দলিল মূলে মোঃ ইব্রাহিম গং এর নিকট থেকে ৩৫ ডিং ভূমী খরিদ সূত্রে মালিক ও দখলদার হন। কিন্তু মোঃ মহসিনের নামে ৩৫ ডিং সম্পত্তির স্থলে ২৭ ডিং ভূমী রেকর্ড হয়। মোঃ হুমায়ুন কবিরের পিতা মোঃ মহসিনের মালিকিয় সম্পত্তির সীমানা লঙ্ঘন করিয়া ২ডিং সম্পত্তি মোঃ সেলিম ও সালেহা বেগম জোর করিয়া দখল করার হুমকিধামকি দিলে মামলার বাদী হুমায়ুন কবির আদালতের সরনাপন্ন হন।
আরো জানাযায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদর কোর্টে ২২/৫/২০২৫ ইং মামলার বিবাদীগণ আইনজীবীর মাধ্যমে নালিশী ভূমী নিয়ে দেওয়ানী ৫৬৪/২১ নং মামলা চলমান থাকায় স্থিতিবস্থার আদেশ প্রত্যাহার সহ মামলা খারিজের প্রার্থনা করলে আদালত এসিল্যান্ডের তদন্ত প্রতিবেদন পাওয়া যায় নাই মর্মে স্থিতিবস্থার আদেশ প্রত্যাহার করেন। উচ্চআদালতে কোন স্থিতিবস্থা নাকলেও কিভাবে মাত্র ১৭ দিনের মাথায় একই আদালত স্থিতিবস্থা প্রত্যাহার করেন ? এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে কেন তদন্ত প্রতিবেদন না আসতেই বিজ্ঞ আদালত স্থিতিবস্থা প্রত্যাহার করলেন ? যার কারনে বিবাদীগণ পুরোদমে ইমারত উত্তোলন নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। এলাকায় এনিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এই বিষয়ে মামলার বিবাদী মো: সেলিমের নিকট জানতে চাইলে তিনি বলেন উচ্চাআদালতে মামলা চলমান থাকায় বিজ্ঞ আদালত স্থিতিবস্থা প্রত্যাহার করেন।