ঢাকাFriday , 21 March 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে মাদকাসক্ত পুত্র কর্তৃক পিতা মাতা নির্যাতিত

    admin
    March 21, 2025 5:23 am । ৬৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে মাদকাসক্ত পুত্র কর্তৃক পিতা মাতা নির্যাতিত

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামের দোরালী হাওলাদার বাড়ির শহিদ উল্যা পাটোয়ারীর কুলাঙ্গার পুত্র কামরুল হাসান তার পিতাকে মারধর করার এক অভিযোগ উঠেছে।

    জানা গেছে শহিদ উল্যা পাটোয়ারীর ছেলে কামরুল হাসান এলাকার কিছু কিশোর গ্যাংএর সাথে যুক্তহয়ে ইয়াবা,গাজা,মদ সহ সকল রকমের নেশায় আসক্ত এই বিষয়ে ভুক্তভোগী শহিদ উল্যা গণমাধ্যম কে বলেন বিগত চৌদ্দ বছর যাবৎ প্রবাসে থেকে যা রোজগার করেছি, সব এ ছেলের নেশার পিছনে গেছে। আমার স্ত্রী কে মারধর করে নেশার টাকা দিতে বাধ্য করতো। আমি বিদেশ থেকে গত ছয়মাস পূর্বে দেশে এসে স্ত্রী কাছে যে টাকা পয়সা পাঠিয়েছি তার হিসাব চাইলে তিনি বলেন একটাকাও আমার কাছে নেই। সব টাকা আপনার ছেলের নেশার পেছনে দিয়েছি। আমি এখন বদলা দিয়ে কোন রকমে সংসার চালাই। আজ ২০ মার্চ ইফতারে সময়ে আসামী এসে আমার বসত ভিটার সাড়ে সাত শতাংশ সম্পত্তির দলিল জোর করে নিয়ে যায় আমি উক্ত সম্পত্তির দলিল ফেরত চাইলে সে ঘর থেকে একটি লাঠি নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং ঘুসিমেরে সামনের দুটি দাঁত ফেলে দেয়। প্রানে হত্যা করার উদ্যেশে গলা টিপে ধরে এবং পুরুষঅঙ্গ ও বিচি টিপে ধরে। চিৎকার করলে পাশ্ববর্তী লোক জন ছুটে আসলে আসামী আমাকে ছেড়ে দিয়ে হুমকিধমকি দিয়ে বলে তোকে এবং বৌকে জীবনে শেষ করে তবেই আমি দেশান্তরিত হবো।পরবর্তীতে এলাকার লোকজন আমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, যাহার রেজিষ্ট্রেশন নং-২২৯৮/২০, তারিখ -২০/৩/২৫.