ঢাকাTuesday , 18 March 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে ইউছুফের প্রতারণার শিকার সেতরা বেগম

    admin
    March 18, 2025 7:21 am । ৪৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে ইউছুফের প্রতারণার শিকার সেতরা বেগম

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেব পুর গ্রমের নুরুমিঞা ব্যাপারী বাড়ির প্রবাসী শহিদ উল্যার স্ত্রী সেতরা বেগমের সাথে পশ্চিম মহাদেব পুর গ্রামের মোঃ ইউছুফের জমিন বিক্রয় বায়না চুক্তি নিয়ে প্রতারণার এক অভিযোগ উঠেছে।

    জানা যায় গত ১৯/ ৬/২০২৩ ইং সেতরা বেগম তারই বসত ঘরের সাথে থাকা ইউছুফের সাড়েসাত শতাংশ জমিন ইউছুফ বিক্রয় করার প্রস্তাব করিলে সেতরা বেগম উহার উচিত মূল্য ৫২৫০০০ (পাঁচ লক্ষ পঁচিশ) হাজার টাকা স্থিরতরে ১৯ জনু ২০২৩ ইং তারিখে ২ লক্ষ ২৫০০০ হাজার টাকা তিনশত টাকার স্টাম্পে বায়না করেন। তিন মাসের মধ্যে বাকি টাকা বুঝিয়া পাইয়া ইউছুফ উক্ত বায়নাকৃত সম্পত্তি রেজিষ্ট্রেরি করিয়া দিবে মর্মে স্বাক্ষীগণের মোকাবিলা বায়না চুক্তি নামা সম্পাদন করেন দাতা মোঃ ইউছুফ।
    এই বিষয়ে বায়না চুক্তি নামার দলিল লিখক নুর আলম বলেন আমার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, তিনমাসের মধ্যে রেজিস্ট্রি করে দেয়ার কথা থাকলেও এক বছর নয় মাস অতিক্রান্ত হওয়ার পরেও ইউছুফ নানান তাল বাহানা করছে।
    এদিকে সেতারা বেগমের স্বামী শহিদ উল্যা( তার স্ত্রী কে) কেন সম্পত্তি রেজিস্ট্রি হচ্ছে না বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে জটিলতা সৃষ্টি হচ্ছে।
    জমিন রেজিস্ট্রি করা নিয়ে সেতারা বেগম বার বার ইউছুফের কাছে গেলেও তার কথা সে পাত্তা দিচ্ছে না মর্মে ভুক্তভোগী আমাদের এপ্রতিবেদক জানান।
    উক্ত বিষয়ে ১৮ মার্চ দুপুর ১২’১৯ মিনিটে এবং দুপুর ১ ঘটিকায় ইউছুফের মোবাইল ফোনে তার অভিমত নেয়ার জন্য ফোন করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নাই।