ঢাকাSunday , 26 October 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    admin
    October 26, 2025 7:03 am । ৬০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    ভিবি নিউজ ডেস্ক – ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠান।
    উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
    তিনি রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলাপরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদ আলম রানা সহ অফিসারগণ , বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ক্রীড়া অফিসার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ,রেড ক্রিসেন্ট-স্কাউটস-বিএনসিসি এর সদস্যবৃন্দ, সুধীজন ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সম্প্রীতি ও ইতিবাচকতায় উদ্বুদ্ধ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    জেলা প্রশাসক খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বাড়াতে উৎসাহিত করেন। জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান।

    উদ্বোধনী খেলায় অংশ নেয় রামগতি পৌরসভা একাদশ ও সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা একাদশ। রোমাঞ্চকর এই ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে জয় পায় রামগতি পৌরসভা দল। টুর্নামেন্টের সফল সূচনার অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচে দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল স্টেডিয়াম। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার মোট ১০টি দল অংশগ্রহণ করে।