ঢাকাWednesday , 22 October 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    রায়পুরের বিভিন্ন ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদের দৈনিক জনতা পত্রিকা প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি

    admin
    October 22, 2025 3:08 pm । ১০৪ জন
    Link Copied!

    রায়পুরের বিভিন্ন ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদের দৈনিক জনতা পত্রিকা প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি

    ভিবি নিউজ ডেস্ক: “রায়পুরে ভূমি অফিসগুলো যেন দুর্নীতির হাট” বিষয়ে নিউজটি গত ১৯ অক্টোবর জাতীয় দৈনিক জনতা পত্রিকার ৬ এর পাতায় সারা বাংলায় দ্বিতীয় কলামে ছাপা হয়। তারই ফলশ্রুতিতে দৈনিক জনতার প্রতিনিধি এহসানুল আসিফ মাসুম লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরে পত্রিকাটি নিজ হাতে তুলে দিয়েছেন বলে (ছবি সহ) ভিবি নিউজ অনলাইন ২৪. কমের সম্পাদক ও প্রকাশককে জানান।
    দৈনিক জনতার রায়পুর প্রতিনিধি এহসানুল আসিফ মাসুম আরো জানান, “রায়পুর ভূমি অফিসগুলো যেন দুর্নীতির হাট” বিষয়ে নিউজটি দৈনিক জনতা পত্রিকায় ছাপা হওয়ার পরে পত্রিকাটি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার (ভা:),
    জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সিনিয়র সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম- রাজস্ব) আবদুল খালেক পাটোয়ারী, আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি, নেজারত, গোপনীয়, ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ শাখা), মোশারেফ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অফিসে পৌঁছে দেন বলে জানান।

    এই বিষয়ে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সম্রাট খীসা বলেন আমি বিষয়টি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার মহোদয়কে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো বলে সাংবাদিক দের জানান।