লক্ষ্মীপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস ও আন্তর্জাতিক পরিসংখ্যান দিবস উদযাপন
ভিবি নিউজ ডেস্ক : “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস ও আন্তর্জাতিক পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। ২০ অক্টোবর রোজ সোমবার লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি
ও হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেন মো: আকতার হোসেন, পুলিশ সুপার লক্ষ্মীপুর । সভায় বিভিন্ন বিভাগের পরিচালক, উপজেলা কর্মকর্তা, জোনাল অফিসার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন স্বাগত বক্তব্যে পরিসংখ্যান বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন এবং পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য যে প্রতিবছর ২০ অক্টোবর সারাদেশে একই সাথে বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়।






