দালাল বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ১৮ অক্টোবর ২০২৫ ইং, রোজ শনিবার, ৩নং দালালবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির বয়োজ্যেষ্ঠ ও মুরুব্বিদের নিয়ে আলিফ-মীম হাসপাতালের অডিটোরিয়ামে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের প্রিয় নেতা, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বাহার পাটোয়ারী সাহেব।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।
সভা শেষে আলিফ-মীম হাসপাতাল জামে মসজিদে যোহরের নামাজ আদায় করে আলিফ-মীম হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
উক্ত আয়োজনে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া এমপি, এবং লক্ষ্মীপুর রাজনীতির সিংহপুরুষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিজ্ঞ আইনজীবী এডভোকেট হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন।
মধ্যাহ্ন ভোজ শেষে উপস্থিত সকলে আলিফ-মীম হাসপাতালের জন্য পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে মঙ্গল কামনা করেন এবং এ এলাকার সর্ববৃহৎ এই হাসপাতালটি যেন সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যেতে পারে তার জন্য হাসপাতার কর্তৃপক্ষের জন্য উপস্থিত সকলে শুভকামনা ব্যক্ত করেন।






