ঢাকাTuesday , 2 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী’র আমীর সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে আলিফ-মীম হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন

    admin
    September 2, 2025 5:57 pm । ১৬০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী’র আমীর সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে আলিফ-মীম হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন
    ভিবি নিউজ ডেস্ক – ২ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল ৪ ঘটিকায় দালাল বাজার আবু বেপারী পোল এলাকায় একটি সড়ক দুর্ঘটনার শিকার হন জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া মহোদয়। এ সময় তিনি ও তাঁর ড্রাইভার আহত হন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দালাল বাজার আলিফ-মীম হাসপাতালে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন।
    খবর পেয়ে আলিফ-মীম হাসপাতালে চেয়ারম্যান আলহাজ্জ আমীর হোসেন এর বিশেষ নির্দেশনায় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়। চেয়ারম্যান মহোদয় নিজে উপস্থিত থেকে পুরো সময় আমীর মহোদয়ের চিকিৎসার তদারকি করেন এবং খোঁজখবর নেন।

    কর্তৃপক্ষের নির্দেশে আসর নামাজের পরপরই আলিফ-মীম জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ দোয়া পরিচালনা করেন দালালবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মামুন হোসেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অধ্যাপক এডভোকেট নজীর আহমেদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি,এ,আর হাফিজুল্লাহ, এবং লক্ষ্মীপুর জেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী।

    চিকিৎসা শেষে আমীর, নায়েবে আমীর, জেলা সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ আলিফ-মীম হাসপাতালের আন্তরিক সেবা ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।